Kolkata Metro: হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা এবার রবিবারেও – kolkata metro authority announce howrah maidan to esplanade service will continue on sundays from now


এ বার থেকে রবিবারও মিলবে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। ১ সেপ্টেম্বর থেকে ওই পরিষেবা পাওয়া যাবে। এতদিন রবিবার হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যেত না।মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা মিলবে রবিবারগুলিতে। আপ ও ডাইন মিলিয়ে রবিবার ৬২টি ট্রেন চালানো হবে।

মেট্রো কর্তৃপক্ষ জানান, রবিবারগুলিতে প্রথম মেট্রো চলবে দুপুর ২টো ১৫ মিনিটে। হাওড়া ময়দান ও ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে রবিবারের প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে। দু’দিক থেকে শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত ৯টা ৪৫ মিনিটে। মেট্রো কর্তৃপক্ষ জানান, রবিবার ছুটির দিন হলেও ওই দিন জরুরি কাজে অনেককেই হাওড়া স্টেশন ও ধর্মতলায় যেতে হয়। তাঁদের কথা ভেবেই রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর করার সিদ্ধান্ত হয়েছে।

গত ৬ মার্চ গঙ্গার তলা দিয়ে মেট্রোপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন শহরের আরও দু’টি মেট্রো রুটেরও উদ্বোধন করেন তিনি। তার মধ্যে ছিল জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া-রুবি মেট্রো।

তবে শহরের বাকি দু’টি মেট্রো পথের তুলনায় এসপ্ল্যানেড-হাওড়া ময়দান— এই ৪.৮ কিলোমিটার দূরত্বের রুট নিয়েই যাত্রীদের মধ্যে উৎসাহ অনেক বেশি। এর মধ্যে গঙ্গার নীচের সুড়ঙ্গপথের দৈর্ঘ্য ৫২০ মিটার, যা অতিক্রম করতে সময় লাগছে ৪৫ সেকেন্ড। গোটা সুড়ঙ্গপথেই রয়েছে নীল আলোর ব্যবস্থা। ওই আলো দেখেই যাত্রীরা বুঝতে পারবেন যে ট্রেন গঙ্গার তলার সুড়ঙ্গ দিয়ে চলছে।

গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু হওয়ার পরে হাওড়া শহরের অনেকেই সেই পরিষেবা নিচ্ছেন। লোকজন হাওড়া ময়দান থেকেই মেট্রো চড়ে হাওড়া স্টেশন, মহাকরণ বা ডালহৌসি ও এসপ্ল্যানেড চলে যাচ্ছেন। বাস, মিনিবাসের চেয়ে অনেক সময় গন্তব্যে পৌঁছচ্ছেন। হাওড়া স্টেশন, মহাকরণ বা ধর্মতলা যাওয়ার যাত্রীও কম হচ্ছে বাস, মিনিবাস ও ট্যাক্সিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *