Mamata Banerjee,‘জুনিয়র ডাক্তারদের হুমকি দিইনি’, স্পষ্ট করে ‘ফোঁস’ মন্তব্যের ব্যাখ্যাও দিলেন মমতা – mamata banerjee clarified her statement on rg kar hospital junior doctors


জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে কোনও ‘হুঁশিয়ারি’ দেওয়া হয়নি। তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের কোনওভাবেই ‘হুমকি’ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।বুধবার তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চ থেকে আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন জানান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘আমরা কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি। কারণ, ওঁরা বন্ধুর জন্য আন্দোলন করছে। দিল্লিতে কিন্তু ওঁরা ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল। এরপর সুপ্রিম কোর্টকে বলে দিতে হয়েছে, ডাক্তারেরা কাজে ফিরলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।’ তাঁর সংজোযন, ‘সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেব না।’

তবে, বেশ কিছু সংবাদমাধ্যমে তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। মমতা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ আমি স্পষ্ট করে জানাচ্ছি, পড়ুয়াদের (মেডিকেল পড়ুয়া) বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন অকৃত্রিম। আমি কখনই তাঁদের হুমকি দিইনি, যেমন কিছু লোক আমাকে অভিযুক্ত করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

Mamata Banerjee On RG Kar Case: ‘১০ দিনের মধ্যে শাস্তি চাই, মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবে’ হুঁশিয়ারি মমতার

মুখ্যমন্ত্রী জানান, তাঁর বক্তব্যে আক্রমণের নিশানায় ছিল মূলত বিজেপি। মমতা লেখেন, ‘আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। আমি তাঁদের বিরুদ্ধে কথা বলেছি কারণ, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় তাঁরা আমাদের রাজ্যে গণতন্তের উপর আঘাত হানছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।’

‘বলেছিলাম বদলা চাই না, আজ বলছি ফোঁস করুন’, নির্দেশ মমতার
এর পাশপাশি, তাঁর আরও একটি মন্তব্য নিয়ে চর্চা হয় বেশ কিছু সংবাদমাধ্যমে। বুধবারের মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে মমতা বলেন, ‘আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে আপনি কামড়াবেন না ঠিকই। কিন্তু ফোঁস তো করতে পারেন।’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেন, ‘আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি উদ্ধৃতি। সাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়। অপরাধ সংগঠিত হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। রামকৃষ্ণের উক্তির একটি ইঙ্গিত রয়েছে আমার বক্তৃতায়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *