তবে, বেশ কিছু সংবাদমাধ্যমে তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। মমতা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ আমি স্পষ্ট করে জানাচ্ছি, পড়ুয়াদের (মেডিকেল পড়ুয়া) বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন অকৃত্রিম। আমি কখনই তাঁদের হুমকি দিইনি, যেমন কিছু লোক আমাকে অভিযুক্ত করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
মুখ্যমন্ত্রী জানান, তাঁর বক্তব্যে আক্রমণের নিশানায় ছিল মূলত বিজেপি। মমতা লেখেন, ‘আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। আমি তাঁদের বিরুদ্ধে কথা বলেছি কারণ, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় তাঁরা আমাদের রাজ্যে গণতন্তের উপর আঘাত হানছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।’
এর পাশপাশি, তাঁর আরও একটি মন্তব্য নিয়ে চর্চা হয় বেশ কিছু সংবাদমাধ্যমে। বুধবারের মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে মমতা বলেন, ‘আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে আপনি কামড়াবেন না ঠিকই। কিন্তু ফোঁস তো করতে পারেন।’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেন, ‘আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি উদ্ধৃতি। সাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়। অপরাধ সংগঠিত হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। রামকৃষ্ণের উক্তির একটি ইঙ্গিত রয়েছে আমার বক্তৃতায়।’