Sealdah Bongaon Train Time,শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে বিপত্তি, দুর্ভোগে অফিস ফেরত যাত্রীদের – sealdah bongaon local train service disrupted near sanhati station


শিয়ালদা-বনগাঁ শাখায় রেল চলাচল ব্যাহত। সংহতি স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে ট্রেন। পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের তরফে। তবে, শিয়ালদা-বনগাঁ শাখায় আপ লাইনে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে বলা জানতে পারা গিয়েছে। অফিস ফেরত টাইমে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রেল যাত্রীদের।বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সংহতি স্টেশনের কাছে একটি সিগন্যালিং-এর সমস্যার জন্য ট্রেন দাঁড়িয়ে পড়ে। রেলের আধিকারিকরা কাজ করছেন। ৫.১৫ নাগাদ সমস্যাটি দেখা যায়। তবে, রেল পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে বলা জানান তিনি।

যদিও, সংহতি স্টেশন থেকে ট্রেন ছাড়তেই দাঁড়িয়ে পড়ে ট্রেন। অনেক যাত্রী ট্রেনের চাকায় ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। রেলের আধিকারিকরা এসে বেশ কিছু জায়গায় মেরামতির কাজ শুরু করেছে। প্রায় ৪৫ মিনিটে বেশি ছিল ট্রেনটি। শিয়ালদা-বনগাঁ শাখায় আপ লাইনে বেশ কিছুক্ষণের জন্য রেল পরিষেবা ব্যাহত হয়।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *