Abhishek Banerjee,অভিষেকের নকল লেটারহেড ছাপিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা – tmc leader arrested for using abhishek banerjee fake letterhead in forgery


তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা। গ্রেপ্তার নিউটাউনের এক তৃণমূল কংগ্রেস নেতা। ধৃত নেতার নাম কৌশিক সরকার। নকল লেটারহেড ব্যবহার করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল প্যাড ছাপিয়ে ছিলেন অভিযুক্ত। সেই লেটারহেড প্যাড ব্যবহার করে বিভিন্ন জায়গায় নানা কাজের সুপারিশ করে দিতেনঅভিযুক্ত। এমনকী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরও নকল করেছেন তিনি বলে অভিযোগ। বিভিন্ন কাজের সুপারিশ করে একাধিক লোকের কাছ থেকে মোটা টাকা তুলতেন কৌশিক।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে আসছিলেন তিনি। উত্তর দিনাজপুরের এক ব্যক্তি ধৃতের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিউটাউনের ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ। শুক্রবারই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Abhishek Banerjee: ‘পরবর্তী ছাত্র সংসদ নির্বাচন থেকেই…’, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বড় ঘোষণা অভিষেকের

ওই নেতার বিরুদ্ধে এর আগেও জমি জবরদখল-সহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার পর সেই অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে। এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সে ব্যাপারেও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তি কতজনের থেকে এভাবে টাকা তুলে ,অন্য কোনও প্রতারণা চক্রের সঙ্গে ধৃত ব্যক্তি যুক্ত কিনা, সে ব্যাপারেও ঘেঁটে দেখছে পুলিশ।

ছাত্র সংসদ ভোটে মেয়েদের ৫৫% সংরক্ষণ চান অভিষেক
ধৃত তৃণমূল নেতা দলীয় কোন পদে ছিলেন, তাঁর সঙ্গে করো যোগসাজশ ছিল কিনা, সেগুলি দলীয় স্তরে দেখা হচ্ছে। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের এক তৃণমূল নেতা জানান, ওই ব্যক্তিকে এর আগে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু মিটিং-মিছিলে দেখা গিয়েছে। দলের কোনও পদেও ছিলেন না ওই নেতা বলে জানিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক বলে দলের তরফে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *