Bankura News,আদিবাসীদের বুকস্টল ভাঙার অভিযোগে রানিবাঁধে বিক্ষোভ, পথ অবরোধ – road block protest in bankura ranibandh charge of breaking tribals book stall


বাঁকুড়ার রানিবাঁধে সাঁওতালি ভাষার পত্রপত্রিকার অস্থায়ী স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠল আদিবাসী সমাজ। অভিযোগ, গতকাল একদল দুষ্কৃতী আচমকাই হামলা চালিয়ে ওই স্টল ভেঙে গুঁড়িয়ে দেয়। ঘটনা জানাজানি হতেই ময়দানে নামে আদিবাসীদের সামাজিক সংগঠন ‘ভারত জাকাত মাঝি পরগনা মহল’।অবিলম্বে দুস্কৃতীদের গ্রেফতারের দাবিতে রানীবাঁধে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসীরা। দীর্ঘক্ষণ অবরোধ চলে। তার জেরে যানজট হয়। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। সূত্রের খবর, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে খাতড়া-ঝিলিমিলি রাজ্য সড়কের ধারে আদিবাসীদের ধর্মস্থান হিসাবে চিহ্নিত একটি জায়গা রয়েছে।

সেখানে সাঁওতালি ভাষার পত্রপত্রিকার একটি অস্থায়ী স্টল দীর্ঘদিন ধরে চালাচ্ছেন রতনলাল হাঁসদা নামে একজন। আদিবাসী সংগঠনের অভিযোগ, একটি রাজনৈতিক দলের নেতাদের একাংশের মদতে ওই স্টল ভেঙে দেয় একদল দুষ্কৃতী। ‘ভারত জাকাত মাঝি পরগনা মহল’-এর বাঁকুড়া জেলা সম্পাদক বিপ্লব সোরেনের দাবি, ৫০ বছরের বেশি সময় ধরে ওই জায়গায় আদিবাসীরা ধর্মীয় অনুষ্ঠান ও বিশেষ দিনগুলি পালন করে আসছেন।

প্ররোচনা সত্ত্বেও ফাঁদে পা দেয়নি পুলিশ, দাবি নবান্নের

রাজনৈতিক নেতাদের উস্কানিতে কিছু মাতব্বর ও দুষ্কৃতীরা বুক স্টল ভেঙে ওই জায়গা দখল করতে চেয়েছিল। তার প্রতিবাদে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন আদিবাসীরা। বিপ্লব সোরেন জানান, স্টল ভাঙার পরে বিক্ষোভ, অবরোধের জেরে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে।

পুলিশ দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে আইনি পদক্ষেপ না করলে আদিবাসীরা বড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ভাঙচুরের ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *