Cyber Crime: স্কুল পড়ুয়াদের নিয়ে সাইবার পাঠশালা – hooghly district rural police organises cyber crime prevention workshop for school children watch video


স্মার্টফোন আর অনলাইনের যুগে প্রতিনিয়ত বেড়েই চলেছে সাইবার প্রতারণার ঘটনা। যার ফাঁদে পড়ছে স্কুল পড়ুয়ারাও। তাই এবার স্কুল পড়ুয়াদের সচেতন করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে পুলিশ। হুগলি জেলা গ্ৰামীন পুলিশের উদ্যোগে তিন দিন ব্যাপী সাইবার পাঠশালা কর্মসূচি শুরু হয়েছে হরিপালে। ঘরে ঘরে মানুষের মধ্যে সাইবার সচেতনতা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। পড়ুয়ারা যাতে সাইবার প্রতারণা নিয়ে নিজেদের পরিবারের সদস্যদেরও সচেতন করতে পারে সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *