জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি হেমা কমিটির (Hema Committee) রিপোর্ট প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায় গোটা দেশে। মালয়ালম (Malayalam) ইন্ডাস্ট্রির যৌন হেনস্থা নিয়ে যখন সরব হচ্ছেন একের পর এক অভিনেত্রী, তারই মাঝে প্রকাশ্যে এল তামিল ইন্ডাস্ট্রির যৌন হয়রানির ঘটনা। তামিল টিভি জগতে যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কুট্টি পদ্মিনী (kutti Padmini)। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘অনেক নারী যৌন হয়রানির কারণে আত্মহত্যা করেছেন’।
জনপ্রিয় অভিনেত্রী কুট্টি পদ্মিনী বলেন, ‘এ পেশা (অভিনয়) চিকিৎসক, আইনজীবী বা অন্য পেশার মতোই; আমরা কেন একে ভিন্নভাবে দেখি? এটা সম্পূর্ণ ভুল। নির্মাতা ও কলাকুশলীর দ্বারা সিরিয়ালের অভিনেত্রীরা যৌন হেনস্তার শিকার হন। অনেকেই অভিযোগ করেন না। কারণ, এটা যৌন হয়রানি হিসেবে প্রমাণ করা যাবে না। অনেকে এটা সয়ে যান। যখন আমার মা যৌন হয়রানি নিয়ে কথা বলেছিলেন, তখন আমাকে হিন্দি ইন্ডাস্ট্রি থেকে ছুড়ে ফেলা হয়।’
অভিনেত্রী উদ্বেগ প্রকাশ করেন গায়িকা চিমায়ি ও অভিনেতা শ্রী রেড্ডিকে নিয়ে ,কারণ তাঁরা আগে যৌন হয়রানি নিয়ে সোচ্চার হয়েছিলেন। অভিনেত্রীর দাবি যে অভিযোগ করলে তাঁদের ওপর অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে এই বিষয়ে তামিলনাড়ুর মন্ত্রী এম পি স্বামীনাথান সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা কোনও অভিযোগ পাননি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে ২৯৫ পৃষ্ঠার রিপোর্টটি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে জমা দেওয়া হয়েছিল যৌন হেনস্থার অভিযোগ। বিচারপতি হেমার নেতৃত্বে কমিটি গঠন করা হয়। চলতি মাসে সেই কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আসে। এরপরেই উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। সম্প্রতি হেমা কমিটির রিপোর্ট প্রসঙ্গে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে মহিলাদের অবস্থান জেনে ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)