Ration Card,সাড়ে ৬ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল – wb food department canceled more than 6 lakh fake ration cards


এই সময়: আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করার পর রাজ্যে রেকর্ড সংখ্যক রেশন কার্ড বাতিল। দিন কয়েক আগে খাদ্য দপ্তর থেকে যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত এ রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার মোট ৬ লক্ষ ৬০ হাজার ৫০১টি রেশন কার্ড বাতিল হয়েছে।তার মধ্যে প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটেগরির কার্ডের সংখ্যা প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার। অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডের সংখ্যা ৫৭ হাজার ২৬৩। নতুন কার্ড দেওয়া হয়েছে ৬ লক্ষের মতো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত গোটা রাজ্যের মোট ৩৬৩১টি রেশন দোকানে অভিযান চালান খাদ্য দপ্তরের আধিকারিকরা।

তার ভিত্তিতে মোট ৮৪ জন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে, বাতিল করা হয়েছে ২৭ জনের লাইসেন্স। রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডি গ্রেপ্তার করে জ্যোতিপ্রিয় মল্লিককে, রাজ্যের ওই প্রাক্তন খাদ্যমন্ত্রী এখন জেলে। রেশন দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর খাদ্য দপ্তর আরও কঠোর পদক্ষেপ করে।

Ration Scam: বিড়ম্বনা ইডির, রেশন মামলায় জামিন বাকিবুর-সহ তিনজনের
ভুয়ো রেশন কার্ড ধরতে আধার অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়। তার জেরেই বিপুল সংখ্যক ভুয়ো রেশন কার্ড উদ্ধার হয়েছে বলে জানাচ্ছেন খাদ্য দপ্তরের কর্তারা।

এদিকে রেশন দুর্নীতির তদন্তে ইডি-র দায়ের করা মামলায় জামিন পেয়ে গেলেন অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাস। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং ২৫ হাজার টাকার দু’জন করে জামিনদারের শর্তে জামিন মঞ্জুর করেন। গত বছর দুর্গাপুজোর সময়ে প্রায় ৫০ ঘণ্টা অভিযানের পরে ইডির হাতে গ্রেপ্তার হন বাকিবুর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *