বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় ধারাবাহিক উড়ান। প্রতীক এবং রত্নপ্রিয়ার জুটির এক অসাধারণ কেমিস্ট্রি দেখা যাচ্ছে। উড়ানের প্রথম প্রোমোয় দেখা গিয়েছিল ফুলের দোকান চালায় পূজারিণী আর মদের নেশায় চূড় থাকে মহারাজ। এই ভাবেই এগোয় এই বাংলা মেগার গল্প। এবার এখানে সোমনাথ আর প্রিয়াঙ্কা দিদির বিয়ে। বন্ধু যেখানে আমরা সেখানে। চারিদিকে নেগেটিভ মানুষ কম আছে। বাবার মারা যাওয়ার দৃশ্য শুট করতে গিয়ে চোখে জল। আসুন দেখে নিন এই ভিডিয়ো।