Calcutta High Court: কয়েক মাসের মধ্যে মৃত্যু ৮টি ঘোড়ার, বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ কোর্টের – calcutta high court directs state government for find out way of save horses


এই সময়: ভালো করে চলার অবস্থাতেই ছিল না মাদি ঘোড়াটা। পারার কথাও নয়। গোড়ালির কাছের হাড়টা ভয়াবহ ভাবে ফুলে বেঁকে গিয়েছে। এখানেই শেষ নয়, ডানদিকের কাঁধে গভীর একটা ক্ষত দগদগ করছে।ঘোড়াটার জীবনীশক্তি যে প্রায় শেষ, সেটা বোঝা শক্ত নয়। ওই ঘোড়াটা একা নয়, সঙ্গেই ঘুরছিল তার শাবকও। মায়ের মতেই হাড় জিরজিরে চেহারা ওরও। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে এই দু’টো ঘোড়াকে উদ্ধার করেন কয়েকজন পশুপ্রেমী। এরপর তাঁরা পশুর ওপর নির্মম আচরণের অভিযোগ দায়ের করেন ময়দান থানায়।

ময়দান চত্বরে গুরুতর জখম এবং চরম অপুষ্টিতে ভুগতে থাকা দু’টি ঘোড়াকে উদ্ধার করার ঘটনা ব্যতিক্রমী নয়। পশুস্বার্থ রক্ষা নিয়ে কর্মরত সংস্থা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (পেটা) এবং কেপ ফাউন্ডেশনের তথ্য বলছে, কলকাতার রাজপথে গত কয়েক মাসে অন্তত আটটি ঘোড়ার মৃত্যু হয়েছে। ময়দান চত্বরে যে ঘোড়ায় টানা গাড়ি পর্যটকদের মনোরঞ্জন করে, সেই গাড়ি টানার কাজে এই ঘোড়াগুলোকে ব্যবহার করা হয়।

এই বিষয়ে পেটার ডিরেক্টর অফ অ্যাডভোকেসি খুশবু গুপ্তা বলেন, ‘সম্প্রতি উদ্ধার করা ঘোড়া ও তার শাবকের করুণ দশা কলকাতার ময়দান চত্বরের গাড়ি টানা ঘোড়াদের অবস্থার বিজ্ঞাপন। ঘোড়াগুলো অভুক্ত, ওরা অপুষ্টি এবং রক্তাল্পতায় ভোগে। কোনও আশ্রয় নেই।’

অন্য দিকে কেপ ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি রাধিকা বসু বলছেন, ‘আমরা প্রশাসনিক কর্তাদের কাছে বহুবার আবেদন করেছি ওদের রাস্তা এবং ব্রিজের নীচ থেকে সরিয়ে নিয়ে যথাযথ আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি।’

সম্প্রতি এই বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে এসেছে। আদালত রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছে ঘোড়ায় টানা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত লোকজনের অন্য কোনও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় কি না, সেই বিষয়টি ভেবে দেখতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *