Durga Puja 2024: পুজোর অনুদান ফেরাল দক্ষিণ কলকাতার নামি ক্লাব – kolkata mudiali club puja committee decided to refuse government donation for durga puja in protest of rg kar incident watch video


আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। এই ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। রাজ্যজুড়ে প্রায় নিত্যদিন আয়োজিত হচ্ছে প্রতিবাদ মিছিল। অন্যদিকে, আর ক’দিন পরেই বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজো। ‘মেয়েটার আর এবার পুজো দেখা হল না, পুজোর আগেই মায়ের দশমী’, এমনই নানা কথা ঘোরাফেরা করছে সবার মুখে। এই ঘটনারই প্রতিবাদ জানাতে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফেরানোর সিদ্ধান্ত কলকাতার একটি নামি ক্লাবের। এর আগে হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা-র একাধিক ক্লাব দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেছিল। আর এই বার সেই তালিকায় কলকাতার নামও জুড়ে গেল। এ বছর দুর্গাপুজোর জন্য আয়োজক ক্লাবগুলিকে রাজ্য সরকার ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই অনুদান নিচ্ছেন না বলে জানালেন গার্ডেনরিচের ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাব কর্তৃপক্ষ। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *