আরজি কর কাণ্ড নিয়ে দেশ জুড়ে উত্তালের মাঝেই একের পর এক অভিনেত্রীর হেনস্তার অভিযোগে অবশেষে নড়েচড়ে উঠল টলিপাড়া। কর্মক্ষেত্রে মহিলাদের হেনস্তার নিষ্পত্তি করতে নয়া প্রকল্প ঘোষণা করল ফেডারশন। যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়া মহিলাদের মানসিক থেকে আইনি সহায়তা দেবে সুরক্ষা বন্ধু কমিটি। বাংলা বিনোদন জগতের একাধিক অভিনেত্রীরা তাঁদের সঙ্গে ঘটা অনভিপ্রেত ঘটনা নিয়ে মুখ খুলেছেন । এবার তাঁর নিরপত্তার স্বার্থে সুরক্ষা বন্ধু প্রকল্প ঘোষণা করলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। প্রসঙ্গত এই বিষয়ে কিছুদিন আগেই ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং টেলি অ্যাকাডেমির চেয়ারম্যানকে চিঠি দেয় ওমেন্স ফোরাম ফির স্ক্রিন ওয়ার্কার্স। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।