Aparna Sen,’নিজেদের মধ্যে খেয়োখেয়ি করছে’, রাজনৈতিক দলগুলিকে তোপ অপর্ণা সেনের – rg kar case protest rally aparna sen says she has faith in supreme court


আরজি কর কাণ্ডে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার পথে নামে নাগরিক সমাজ। এই উদ্যোগের আয়োজন করে অরাজনৈতিক মঞ্চ ‘আমরা তিলোত্তমা’। এ দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পথ হাঁটেন মিছিলে অংশগ্রহণকারীরা। নাগরিক সমাজের এই মিছিলে অংশ নিয়েছিলেন পরিচালক অপর্ণা সেন, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, চৈতী ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর মতো সেলেবররা।’মুখ খুললেইরাজনৈতিক রং’ লাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছিল বিভিন্ন মহলে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপর্ণা সেন বলেন, ‘আমরা যেন সেই ফাঁদে না পড়ি। রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে খেয়োখেয়ি করছে। আমি শুধু এটুকু বলতে পারি যে, ছিঃ। অন্তর থেকে ধিক্কার জানাচ্ছি।’ আরজি কর কাণ্ডে দোষীর শাস্তি চেয়ে তিনি বলেন, ‘আমরা করদাতা। কেন আমরা আমাদের দাবি ছাড়বে? আশা করছি জাস্টিস পাব। যদি দরকার হয় আবার পথে নামব।’ সুপ্রিম কোর্টের উপর ভরসা রয়েছে বলে জানান অপর্ণা সেন।

অন্যদিকে, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এ দিনের মিছিল থেকে বলেন, ‘আমি বারবার বলে এসেছি যে কলকাতায় আমরা সুরক্ষিত। কিন্তু আরজি করের ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছে। ২৩ দিন কেটে গেল। মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা নাগরিকরা মানতে পারছি না এই নৃশংস কাণ্ড একজন ঘটিয়েছে। কেন নির্যাতিতার বাবা-মাকে প্রথমে বলা হল যে মেয়ে আত্মহত্যা করেছেন? প্রশ্ন অনেক। কেন আমরা এত অন্ধকারে রয়েছি? সিবিআই তদন্ত কতদূর এগিয়েছে আমরা জানতে পারছি না। মেয়েটির বাবা-মার প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। পুলিশ-সরকারের কাছে গিয়ে যদি ন্যায়বিচার না পাই, তাহলে কোথায় যাব?মুখ্যমন্ত্রী একটা বিহিত করে দেখান।’

চৈতী ঘোষাল বলেন, ‘আজ কোনও সেলিব্রিটি হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে এই মিছিলে যোগ দিয়েছি। আমরা জাস্টিস চাই।’ মিছিলে অংশগ্রহণকারীদের মাথায় বেগুনি ফেট্টি দেখা যায়। তার উপরে লেখা ছিল ‘তিলোত্তমা’।

প্রেসক্রিপশনে ‘জাস্টিস ফর আরজি কর’ স্ট্যাম্প, ‘মৌন প্রতিবাদ’ রায়গঞ্জের ডাক্তারবাবুর

উল্লেখ্য, গত ৯ অগস্ট আজজি করে কর্তৃব্যরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর ২২ দিন কেটে গিয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সঞ্জয় রায় পেশায় সিভিক ভলান্টিয়ার। মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। দোষীর ফাঁসির দাবিতে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *