Howrah Santragachi Local,চলন্ত ট্রেনের কামরায় ঘষে গেল লাইনের পাশের রড, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা – santragachi to shalimar local train face technical issue delayed by 1 hour


অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ট্রেনযাত্রীরা। শালিমারগামী লোকাল ট্রেনে বিপত্তি। সূত্রের খবর, সাঁতারাগাছি স্টেশন পেরিয়ে বেতড় লেভেল ক্রসিং-এর কাছে রেল লাইনের পাশে থাকা সিগন্যাল পোস্ট থেকে লোহার কোনাকুনি রড বিপজ্জনকভাবে বেরিয়েছিল। চলন্ত ট্রেনের কামরায় সেই রড ঘষতে থাকে। ঘটনার সময় কামরার দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ভয়ে ভিতরে ঢুকে যান। এই দৃশ্য নজরে আসে চালকেরও। তিনি বিপদের আঁচ পেয়ে সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে দেন।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ-পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা। প্রথমেই গ্যাস কাটার দিয়ে ওই লোহার রড কাটা হয়। ঘণ্টাখানেক পরে ওই ট্রেনটি চলতে শুরু করে। এই দক্ষিণ-পূর্ব রেলের এই লাইনে একাধিক লোকাল ট্রেন যাতায়াত করে। অনেক সময় দেখা যায়, লোকাল ট্রেনের দরজায় অনেকে ঝুলছেন। রবিবার ছুটির দিন বলে শালিমারগামী ট্রেনে যাত্রীর সংখ্যা কম ছিল। কিন্তু কাজের দিনে ওই ঘটনা ঘটলে কী হত তা ভেবেই শিউরে উঠছেন যাত্রীরা।

এই ঘটনার ফলে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয় প্রায় এক ঘণ্টা মতো। সাড়ে ১২টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর। এই প্রতিবেদন প্রকাশের আগে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কী ঘটেছিল, সেই বিষয়ে সত্ত্বর সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানানো হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *