পটচিত্রের মাধ্যমে ফুটে ওঠে নানা কাহিনি। গান গেয়ে তারই বর্ণনা দেন শিল্পীরা। এবার সেই পটচিত্রেই ফুটে উঠল আরজি করের ঘটনা। নন্দীগ্রামের বাসিন্দা আবেদ চিত্রকর এবং তাঁর স্ত্রী সায়রা চিত্রকর। পটচিত্র এঁকে এবং গান গেয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তোলপাড় রাজ্য তথা দেশ। এবারে আরজি করের প্রতিবাদ দেখা গেল পটচিত্রেও। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।