বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের খ্যাতি রয়েছে বিশ্ব জুড়ে। সারা পৃথিবী জুড়ে বিশ্বভারতীর প্রাক্তনীরা ছড়িয়ে রয়েছেন। এবারে এই বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিনয়কুমার সরেন। বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি উপাচার্যের চেয়ারে বসলেন। ২০২৩ সালে ৮ নভেম্বর স্থায়ী উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। এরপর দু’জন ভারপ্রাপ্ত উপাচার্য পদে বসেছিলেন। এবারে তৃতীয় ভারপ্রাপ্ত উপাচার্য পেল বিশ্বভারতী। তিনি বলেন, ‘এই দায়িত্ব পাওয়া আমার কাছে গর্বের, আদিবাসী হিসেবে আমি প্রথম এই দায়িত্ব পেলাম’। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।