Howrah To Kolkata Bus: শালিমার স্টেশন থেকে নিউটাউন নতুন বাস চালু, স্টপেজ-ভাড়া সম্বন্ধে জানুন বিশদে – howrah to kolkata new bus service started between shalimar station and newtown good news


হাওড়া থেকে কলকাতায় নতুন বাসরুট চালু। হাওড়ার শালিমার স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত নতুন বাসরুট চালু করা হল সোমবার। নতুন বাসরুটের কারণে খুশি যাত্রীরা। নতুন এই বাস চালুর পর দূরপাল্লার ট্রেন যাত্রীরাও সহজেই কলকাতায় পৌঁছবেন বলে মনে করা হচ্ছে।প্রথমবার শালিমার স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত নতুন বাস পরিষেবার শুরু হলো সোমবার থেকে। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর সেকশনের একটা গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে দাঁড়িয়েছে শালিমার স্টেশন। দক্ষিণ ভারত ও মুম্বাই যাওয়ার জন্য বহু সংখ্যায় দূরপাল্লার ট্রেন চালানো হয়। আর এই ট্রেনে যাত্রা করার জন্য দূর দূরান্ত থেকে যাত্রীদেরকে আসতে হয় শালিমার স্টেশন। দীর্ঘদিন শালিমার স্টেশন পর্যন্ত কোনও বাস পরিষেবা সরাসরি না থাকায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল যাত্রীদের।

শালিমার স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত সকাল ছয়টা থেকে রাত প্রায় আটটা পর্যন্ত বাস চলবে। যাত্রীদের চাপ বাড়লে আগামী দিন এই পরিষেবার সময় বাড়ানো যেতে পারে বলেও জানানো হয়েছে। আপাতত এই রুটে এখন ১০টি বাস দেওয়া হয়েছে। শালিমার স্টেশন ছাড়ার পর বাস মন্দিরতলা, রবীন্দ্র সদন, এক্সাইড, ধর্মতলা, মৌলালি, শিয়ালদা, বেলেঘাটা, চিংড়িঘাটা, কলেজ মোড় হয়ে নিউটাউন ও হাতিশালা পর্যন্ত যাতায়াত করবে। ফেরার পথেও বাস একই রুট হয়ে পুনরায় শালিমার স্টেশন ফিরবে।

ফিরছে DSTC-র পুরোনো রুট, চলবে ইলেকট্রিক ও সিএনজি বাস
এক বাস মালিক জানিয়েছেন, আপাতত শালিমার থেকে নিউ টাউন পর্যন্ত মোট ৩৮ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। প্রথম দিনই যাত্রীদের ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি। স্থানীয় বাসিন্দা উমেশ চন্দ্র বলেন, ‘শালিমার স্টেশন শুরু হওয়ার পর এইখানে যাত্রীদের যাতায়াত করতে খুবই অসুবিধা হতো। যাঁরা বাসে করে আসতেন, তাঁদেরকে প্রায়ই এক কিলোমিটার দূর জিটি রোড-এর উপরেই বাস নামিয়ে দিত। সেখান থেকে তাঁরা টোটো করে শালিমার স্টেশন আসতেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই বাস পরিষেবা চালু করার ফলে উপকৃত হবেন শালিমার স্টেশন আশা নিত্যযাত্রীরা।’ স্থানীয় বাসিন্দারাও এই নতুন বাসরুটের জন্য উপকৃত হবেন। শালিমার থেকে সরাসরি কলকাতায় যাতায়াত করা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *