Cloud Kitchen RG Kar Protest: খাবার বিলেও ন্যায়বিচারের দাবি, প্রতিবাদের নয়া ভাবনা শুচিস্মিতার – cloud kitchen owner from bandel shows protest by printing justice for rg kar incident on bill for details watch video


রাতদখল ও ধরনা অবস্থানের পাশাপাশি অভিনব উপায়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হচ্ছেন আমজনতা। গত ৯ অগস্টের পর থেকে বদলে গিয়েছে বাংলার চিত্র। আরজি করের মহিলা চিকিৎসকের জন্য ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। কয়েকদিন আগে সামনে এসেছিল রায়গঞ্জের চিকিৎসকের অভিনব প্রতিবাদ। প্রেসক্রিপশনে উই ওয়ান্ট জাস্টিস স্ট্যাম্প ব্যবহার করে পাশে দাঁড়িয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসক ও নির্যাতিতার পরিবারের। এবার সেই পথে হেঁটেই নিহত মহিলা চিকিৎসকের জন্য ন্যায়বিচার চাইলেন ক্লাউড কিচেনের মালকিন শুচিস্মিতা ভট্টাচার্য। দোষীর শাস্তির দাবিতে ও আরজি কর কাণ্ডের প্রতিবাদে কোনও মিছিলে পা না মিলিয়েও নিজের মতো করে ন্যায়বিচারের দাবি জানালেন তিনি। খাবারের অর্ডার ডেলিভারির সঙ্গে বিলে তিনি ক্রেতাকে মনে করিয়ে দিলেন মূল উদ্দেশ্যের কথা। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *