Islampur Police Station,কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ, ইসলামপুরে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার – islampur police arrest civic volunteer for assaulting a girl


আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছে। এবার এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার এক সিভিক ভলান্টিয়ারকে। ওই কিশোরীকে ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগও উঠেছে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ নাজমুল।সূত্রের খবর, ওই কিশোরী ও সিভিক ভলান্টিয়ার ইসলামপুরের কমলাগাঁও সুজালী এলাকার একই গ্রামের বাসিন্দা। দিন দশেক আগে নাজমুল ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মেয়ের চেঁচামেচি শুনে তার মা এলে তাঁকেও নাজমুল শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

আরও অভিযোগ, সিভিক ভলান্টিয়ার কিশোরীদের কাছ থেকে লক্ষাধিক টাকা দাবি করে। কিশোরী ও তার মা টাকা দিতে অস্বীকার করলে তাঁদের ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, ঘটনার সময় কিশোরীদের বাড়িতে কোনও পুরুষ ছিলেন না। কয়েকদিন পরে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ফিরলে তাঁদের বিস্তারিত জানান কিশোরীর মা।

পরিবারের পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ পেয়ে নাজমুলকে গ্রেফতার করে পুলিশ। তবে কী কারণে কিশোরীর পরিবার ঘটনার দশ দিন পরে নাজমুলের বিরুদ্ধে অভিযোগ জানাল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

‘ক্ষমা করে দাও’,’নেশাগ্রস্ত’ সিভিক ভলান্টিয়ারের আর্তি, বিটি রোডের ঘটনার ভিডিয়ো ভাইরাল

কিশোরীর পরিবারের সঙ্গে সিভিক ভলান্টিয়ারের পূর্ব পরিচয় ছিল কি না, তারও তদন্ত হচ্ছে। তদন্তকারীরা কিশোরীর মায়ের কাছে জানার চেষ্টা করছেন, কী কারণে এক লক্ষ টাকা চেয়েছিল নাজমুল।

পুলিশ জানায়, নাজমুলকে মঙ্গলবার আদালতে হাজির করিয়ে তাকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানানো হয়। বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *