Mandarmani Police: ছাত্রীর যৌন হেনস্থা, ধৃত প্রধান শিক্ষক – mandarmani police arrest a primary school head master allegedly crime with a minor


এই সময়, রামনগর: চতুর্থ শ্রেণির ছাত্রীকে অশ্লীল ভিডিয়ো দেখানোর পরে যৌন হেনস্থার অভিযোগ উঠল খোদ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে অভিযুক্ত প্রধান শিক্ষক সুবল শীটকে স্কুলের ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ এলাকায় যায়। প্রধান শিক্ষকের গ্রেপ্তারির পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত।

ছাত্রীটির পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে স্কুলে মিড ডে মিল খাওয়ার পরে ছাত্রছাত্রীরা যখন খেলছিল, সেই সময়ে ওই ছাত্রীটিকে স্কুলের একটি রুমে ডেকে নিয়ে গিয়ে মোবাইলে অশ্লীল ছবি দেখানোর পরে যৌন হেনস্থা করেন অভিযুক্ত শিক্ষক। ছাত্রীটি বাড়ি ফিরে বাবা-মাকে সব জানায়। ঘটনার কথা জানাজানি হতেই স্কুলে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সকলের সামনে নিজের দোষের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।
মন্দারমণির স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ
ডিএসপি (ডিঅ্যান্ডটি) আবুনুর হোসেন বলেন, ‘ছাত্রীর মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে ধৃত শিক্ষককে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘এই ধরনের ঘটনা কোনও ভাবে বরদাস্ত করা হবে না। পুলিশ তদন্ত করছে, দোষী প্রমাণিত হলে আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্তের বিরুদ্ধে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *