Kolkata Metro: মেট্রোয় কাল থেকে বাড়ছে ২টি ট্রেন – kolkata metro get 2 new trains on kavi subhash to dakshineswar line


এই সময়: সোম থেকে শুক্রবার, সপ্তাহের কাজের দিনগুলোয় কলকাতা মেট্রো এতদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে ২৮৮টি রেক চালাত। কাল, ৫ সেপ্টেম্বর থেকে সেই সংখ্যা ২ বেড়ে ২৯০ হতে চলেছে। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছেন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

Howrah Maidan Metro: এবার রবিবারেও গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো

মেট্রোরেল জানিয়েছে, কাল, বৃহস্পতিবার থেকে ব্লু-লাইনে অতিরিক্ত যে দু’টি ট্রেন চালু হবে, তার মধ্যে একটি মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর অভিমুখে ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্য ট্রেনটি পেতে চলেছে দক্ষিণেশ্বর। সেই ট্রেন সকাল ৭টা ৫৪ মিনিটে রওনা হবে কবি সুভাষ স্টেশনের উদ্দেশে।

Kolkata Metro: রবিবারও মেট্রো চলল গঙ্গার নীচ দিয়ে, এবার থেকে নিয়মিত
মেট্রোরেল জানিয়েছে, কবি সুভাষ ও দমদম, দমদম ও দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে দিনের প্রথম ও শেষ পরিষেবার সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *