নারী সুরক্ষার দাবি নিয়েই রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল মহিলাদের তরফে। সেখানে রাতে কেন মহিলাদের কাজের অধিকার থাকবে না? সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল নানা মহলে। সমালোচনা করা হয়েছিল ‘রাত্রি সাথী’ কর্মসূচির বেশ কয়েকটি বিষয় নিয়ে। এদিন বিধানসভায় অপরাজিতা বিল পাস করানোর পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা মেয়েদের সুরক্ষার জন্যে এই স্কিম এনেছি। রাতে কাজ করতে চাওয়া মেয়েরা কাজ করবে। কোনও অসুবিধা নেই। রাতে কেউ কাজ করলে তাঁদের পুরো নিরাপত্তার দায়িত্ব নেবে সরকার। সেই কারণেই রাত্রি সাথী করা হয়েছে। হাসপাতালগুলো, স্কুল, মিড ডে মিল কেন্দ্রগুলিকেও সঠিক পদক্ষেপ করতে জন্য বলা হয়েছে।’ তবে, মহিলাদের ১২ ঘণ্টার বেশি যাতে ডিউটি না দেওয়া হয়, সে ব্যাপারেও জানানো হয়। সম্পূর্ণ হাসপাতাল সিসিটিভির আওতায় আনার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেস্ট রুম না থাকলে রেস্টরুমের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বলে জানান। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।