RG Kar News: ‘মেয়েরা ১২ ঘণ্টা ডিউটি করবে আর ছেলেরা ২৪ ঘণ্টা এ কেমন কথা!’ প্রতিক্রিয়া নির্যাতিতার বাবা-মার – rg kar hospital deceased woman doctor parents reaction on aparajita bill and ratri sathi scheme for details watch video


আরজি করের ঘটনায় এখনও উত্তাল গোটা রাজ্য থেকে দেশ। প্রতিদিনই কোনও না কোনও সংগঠন, সমিতি এমনকী ক্লাবও প্রতিবাদ মিছিল বের করছে ৷ সংশ্লিষ্ট মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ ঘটনামঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শাসক-বিরোধী উভয় পক্ষের সমর্থনে পাস হল ‘অপরাজিতা’ বিল। ধর্ষণ করে খুনের ঘটনায় দ্রুত তদন্ত, কঠোরতম শাস্তি, দ্রুত ন্যায়বিচারের লক্ষ্যেই আনা হয়েছে এই বিল। এরই সঙ্গে রাতে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা দিতে নাইট ডিউটি না দেওয়ার প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছেন খোদ আরজিকর নির্যাতিতার মা-বাবা। হাসপাতালের দুর্নীতি নিয়েও সরব মহিলা চিকিৎসকের অভিভাবকেরা (RG Kar Hospital News)। সিবিআই তদন্তে উঠে এসেছে একাধিক সূত্র, সেই নিয়েও মন্তব্য করলেন এদিন তাঁরা। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *