TMC Flag,শ্যামবাজারে পোড়ানো হল তৃণমূলের পতাকা, তীব্র প্রতিবাদ জানাল শাসক দল ও বিজেপি – kunal ghosh blamed tmc flag burning incident at reclaim the night movement


আরজি কর কাণ্ডে ‘রাত দখল’ কর্মসূচি পালন হয় বুধবার রাতে। শহরের নানা জায়গায় প্রতিবাদে সামিল হন সাধারণ মানুষ। সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বিভিন্ন জায়গায়। এর মাঝেই শ্যামবাজারের একটি প্রতিবাদ কর্মসূচিতে পোড়ানো হল তৃণমূল কংগ্রেসের পতাকা। পতাকা পোড়ানোর ভিডিয়ো দিয়ে সমাজমাধ্যমে তীব্র প্রতিবাদ তৃণমূলের। এই ধরনের ঘটনা যে আদৌ কাম্য নয় তা জানিয়েছে বিজেপি-ও।তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো (যাচাই করেনি এই সময় অনলাইন) শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, একদল যুবক তৃণমূল কংগ্রেসের পতাকা আগুনে পোড়াচ্ছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি জ্বেলে প্রতিবাদ চলছিল সেখানেই। তার পাশেই তৃণমূলের পতাকা পোড়াতে দেখা যায় ওই ভিডিয়োতে। ঘটনার তীব্র প্রতিবাদ জানান কুণাল ঘোষ।

একটি অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে কী ভাবে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পতাকা পোড়ানো হয়? প্রশ্ন তোলেন তৃণমূল নেতা কুণাল। তিনি বলেন, ‘সাধারণ মানুষের বিক্ষোভে কখনও দলের পতাকা পোড়ানো হয় না। আমরাও কখনও পোড়াইনি, এসব সমর্থন করি না। অথচ কাল রাতে শ্যামবাজারে কিছু ছেলে এটা করল। নাগরিকদের আবেগ, প্রতিবাদের সুযোগের আড়ালে অন্য উদ্দেশ্য সাধন হচ্ছে। নাগরিকদের প্রতিবাদকে সমর্থন।’

দলীয় পতাকা পোড়ানোর প্রতিবাদ জানানো হয়েছে বিজেপির তরফেও। বিজেপি নেতা সজল ঘোষ জানান, বেশ কিছু জায়গায় তাঁদের পতাকা পোড়ানো হয়েছে বলেও খবর এসেছে। সজল বলেন, ‘আমি এই পতাকা পোড়ানো কোনওভাবেই সমর্থন করি না। আন্দোলনকে বিপথে চালিত করছে কিছু লোকজন। জনসাধারণের আন্দোলনের মাঝে ঢুকে গিয়ে কিছু দুর্বিনীত এই কাজ করছে। এই কাজ কোনও অতি-বাম লোকজন করছে কিনা, সেটা খোঁজ নেওয়া দরকার। তাদের খুঁজে বের করে চামড়া গুটিয়ে নেওয়া প্রয়োজন।’
বুধের সন্ধ্যা থেকেই দুই জেলায় রাত দখলে মেয়েরা
প্রসঙ্গত, বুধবার রাতে ‘বিচার পেতে আলোর পথে’ নামে একটি কর্মসূচির ডাক দিয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকেরা। পাশাপাশি, নাগরিক সমাজের তরফেও কলকাতা-সহ বিভিন্ন জেলায় ‘রাত দখল’ কর্মসূচির আয়োজন করা হয়। শ্যামবাজার মোড়ের কাছেও এই ধরনের প্রতিবাদের আয়োজন করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *