আরজি কর আবহে ভোটেও বড় ধাক্কা খেল তৃণমূল, হেলায় হারিয়ে বোর্ড গড়ল রাম-বাম জোট! TMC loses to left and BJP alliance in Co-Operative Society Election at West Midnapore


চম্পক দত্ত: আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। যে রাম-বাম জোটের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী, সেই রাম-বাম জোটই এবার তৃণমূলকে বোর্ড গড়ল সমবায় সমিতিতে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

আরও পড়ুন:  Viswa Bharati University: বিশ্বভারতীর হস্টেলে মিলল বারাণসীর ছাত্রীর দেহ! অস্বাভাবিক মৃত্যুর পিছনে…

ভোটকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা গোটা এলাকা। শেষপর্যন্ত যখন ভোটের বেরোয়, তখন দেখা যায় ৩১ আসনের সুলতাননগর জোত গৌরাঙ্গ সমবায় সমিতিতে ১২ আসনে জিতেছে বামেদের সমবায় বাঁচাও মঞ্চ। ৪ আসন পেয়েছে বিজেপি, আর তৃণমূলের ঝুলিতে ১৫।  কিন্তু ভোট গঠনে উলটপুরাণ! সমবায় সমিতি হাতছাড়া হয়ে গেল রাজ্য়ের শাসকদলের। বিজেপির সমর্থন নিয়ে বোর্ড গঠন করল বামেদের সমবায় বাঁচাও মঞ্চ।

কীভাবে? জানা গিয়েছে,  তৃণমূল ১৫ আসনে জিতলেও ২ জন প্রার্থীর নির্বাচন বাতিল হয়ে গিয়েছে। ফলে ১৩ আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। উল্টোদিকে সমবায় বাঁচাও মঞ্চের দখলে ছিল ১২। বিজেপির সঙ্গে জোট করে ১৬ আসন নিয়ে সুলতাননগর জোত গৌরাঙ্গ সমবায় সমিতি দখল করল বিরোধীরা।

এর আগে, লোকসভা ভোটের পূ্র্ব মেদিনীপুর সমবায় ভোটে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের দুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আসনসংখ্যা ১২। ৮ আসনেই জেতে বিজেপি, আর তৃণমূল ৪।  মোট ভোটার সংখ্যা ছিল ৫৪৫ জন। মোট ৫টি গ্রাম পদুমপুর, ঘোড়াঠাকুরিয়া, ধূর্পা, রাজগোদা এবং পোলন্দা এই সমবায় সমতির অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: Bengal Winter: আসছে ভয়ংকর শীত, বরফ পড়তে পারে বাংলাতেও! জারি সতর্কতা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *