আরজি কর কাণ্ডের আবহে বর্ধমান মেডিক্যাল কলেজে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হলে উপস্থিত থাকার অভিযোগ ওঠেছে অভীক ও বিরূপাক্ষদের বিরুদ্ধে। এরইমধ্যে বিরূপাক্ষের বিরুদ্ধে মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’ কায়েম রাখারও অভিযোগ উঠল জুনিযার ডাক্তারদের তরফে। বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ছিলেন। কেন তিনি ৯ তারিখ আরজি করে গিয়েছিলেন, কী করছিলেন ঘটনাস্থলে, তা নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রবল বিতর্কের আবহে এবার ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বিরূপাক্ষ বিশ্বাসকে। বৃহস্পতিবার এই মর্মে নোটিস দিল স্বাস্থ্যভবন। এছাড়া ক্যান্টিনে ২০ হাজার টাকারও বেশি ধার রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।