এই সময়, জীবনতলা: উইক এন্ডে প্রায়ই ক্যানিংয়ে দেখা যেত তাঁকে। ছুটি কাটাতে আসতেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ক্যানিংয়ে বিঘার পর বিঘা জমি কিনেছিলেন। সেই জমির একাংশে একটি বাংলো বানান। সন্দীপের তৈরি সেই বাংলো ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’ এখন জোর চর্চায়। ইতিমধ্যে আরজি করে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ।স্থানীয়দের দাবি, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজাট নামে-বেনামে কয়েকশো বিঘা জমি কিনেছেন সন্দীপ। সেই জমির একাংশে রয়েছে বাংলোটি। সন্দীপের নির্দেশে স্থানীয় কিছু যুবক সেই বাংলোকে ঘিরে ফার্ম হাউস তৈরি করেন। বাংলোর কেয়ারটেকার জাকির লস্কর বলেন, ‘সন্দীপ ঘোষ মাঝেমধ্যেই পরিবার নিয়ে নারায়ণপুরের এই বাড়িতে আসতেন। দু’বছর আগে এই বাড়িটি তৈরি করেছিলেন।’
প্রসঙ্গত, আরজি করের নির্যাতিতার ধর্ষণ-খুনের তদন্তের অগ্রগতি কতদূর, একা সঞ্জয় রায়ই এই ঘটনায় জড়িত, নাকি এর পিছনে আরও কেউ আছে এবং প্রকৃত দোষীদের সাজা হবে কবে— তা জানার জন্য অপেক্ষায় নির্যাতিতার পরিবার, আন্দোলনকারী চিকিৎসক থেকে গোটা দেশ।
প্রসঙ্গত, আরজি করের নির্যাতিতার ধর্ষণ-খুনের তদন্তের অগ্রগতি কতদূর, একা সঞ্জয় রায়ই এই ঘটনায় জড়িত, নাকি এর পিছনে আরও কেউ আছে এবং প্রকৃত দোষীদের সাজা হবে কবে— তা জানার জন্য অপেক্ষায় নির্যাতিতার পরিবার, আন্দোলনকারী চিকিৎসক থেকে গোটা দেশ।
বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তবে প্রধান বিচারপতি অনুপস্থিত থাকায় এ দিন মামলাটির শুনানি হয়নি। শীর্ষ আদালত সূত্রের খবর, সিজেআইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে আরজি কর মামলাটির শুনানি হবে ৯ সেপ্টেম্বর, সোমবার।
ফলে আপাতত এই শুনানির জন্য অপেক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষ। অন্যদিকে, শুক্রবার সকালেই সন্দীপের বাড়িতে তদন্তে পৌঁছয় ইডি।

 
                     
                     Sandip Ghosh Arrested: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার
Sandip Ghosh Arrested: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার