Sandip Ghosh,সুপ্রিম কোর্টে বড় ধাক্কা সন্দীপ ঘোষের, CBI-র তদন্ত নিয়ে হাইর্কোটের নির্দেশই বহাল – supreme court says cbi investigation against rg kar ex principal sandip ghosh will continue


সুপ্রিম কোর্টে জোর ধাক্কা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তাঁর দায়ের করা মামলা শুক্রবার খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে জানিয়ে দিয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলবে। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিবিআই কী ভাবে তদন্ত করবে সেটা তাদের ব্যাপার। তিনি মন্তব্য করেন, ‘আমরা চাই ফেয়ার ইনভেস্টিগেশন।’আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির ভুরিভুরি অভিযোগ উঠেছে। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি স্বাস্থ্য ভবনে লিখিত অভিযোগ জানান। কিন্তু অভিযোগের তদন্ত না হওযায় কলকাতা হাইকোর্টে মামলা করেন আখতার আলি। হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআই-কে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করতে নির্দেশ দেন।

সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন সন্দীপ ঘোষ। তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছেন। আর্থিক দুর্নীতির মামলার তদন্তে নেমে সন্দীপ-সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। বাকি তিনজনও এখন সিবিআই হেফাজতে। সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপের প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট মামলা খারিজ করায় সন্দীপ ঘোষ আরও বেকায়দায় পড়লেন বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

Sandip Ghosh RG Kar: আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার, কোন কোন ধারায় অভিযুক্ত সন্দীপ?

ইতিমধ্যে আজই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে ইডি-ও। সন্দীপের বেলেঘাটার বাড়িতে সকাল থেকে ম্যারাথন তল্লাশি চলছে। তল্লাশি চলছে আরজি কর হাসপাতালের দুই ভেন্ডারের বাড়িতেও। সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় সংস্থার জোড়া তদন্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন কোন তথ্যপ্রমাণ মিলবে, তা জানতে কৌতুহলের শেষ নেই এ রাজ্যের বাসিন্দাদের।

উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষ করে খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে আলাদা যে মামলা দায়ের হয়েছে তার শুনানি প্রধান বিচারপতির আদালতে গতকাল হয়নি। ওই মামলার শুনানি ৯ সেপ্টেম্বর হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *