জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। শেষপর্যন্ত পরিচালক অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড। এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তার পরেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন-হরিপালে স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও অপহরণের দাবি ভিত্তিহীন! গোপন জবানবন্দিতে বিস্তর অসংগতি
ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেষ্ণা রায় বলেন, আমাদের কাছে কয়েক দিন ধরেই অভিযোগটা আসছিল। প্রাথমিকভাবে আমরা কিছু প্রমাণ পেয়েছি। তার পরেই সর্বসম্মতিক্রমে ওকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত ওই সাসপেনডেন্ট থাকবে।
যৌন হেনস্থার অভিযোগে আসাতেই নাকি কলকাতা চলচ্চিত্র উত্সব কমিটি থেকে পত্রপাঠ বাদ দেওয়া হয়েছিল অভিযুক্ত পরিচালককে! অন্তত সূত্রের খবর এমনটাই। আরজি কর কাণ্ডের মাঝেই শোনা গিয়েছিল, শ্য়ুটিং চলাকালীন এক অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে শাসকদল ঘনিষ্ঠ এক পরিচালকের নামে। সেই পরিচালককে তলবও করে মহিলা কমিশন।
এবার জানা গিয়েছে, আগেই এ বিষয়ে জানতে পেরে উত্সব কমিটি থেকে বাদ দেওয়া হয় তাঁকে। এমনকী পরিচালকে নাকি শোকজও করা হয়নি। অভিযোগ সম্পর্কিত কোনও কারণ জানতে না চেয়েই সরাসরি বরখাস্ত করা হয়। তাও বিবৃতি দিয়ে। এই প্রথম নয় আগেও নাকি পরিচালকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বারবার এসেছে। তবে এপ্রিল মাসে এক গোয়েন্দা ছবির শ্যুটিং চলাকালীন ওই অভিনেত্রীর সঙ্গে চিত্রনাট্য বোঝানোর আছিলায় নাকি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন পরিচালক।
সবিস্তারে আসছে….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)