Dev: কাঞ্চনের হয়ে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা দেব – actor dev apologises on behalf of kanchan mullick comments on rg kar incident


এই সময়, মেদিনীপুর ও উত্তরপাড়া: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় হুগলির উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের বক্তব্যকে সমর্থন করলেন না অভিনেতা সাংসদ দেব। বরং কাঞ্চনের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। দেব-এর ভিডিয়ো ভাইরাল হওয়ায় শোরগোল পড়েছে ঘাটালে। কেউ বলছেন, ‘দেব হলো দেব।’ কেউ বলছেন, ‘দেব কোনও অন্যায়কে সমর্থন করেন না।’গত রবিবার কোন্নগরে মহিলা তৃণমূলের ধর্না কর্মসূচিতে এসে কাঞ্চন বলেছিলেন, ‘চিকিৎসক যাঁরা আন্দোলন করছেন তাঁদের বলছি, আপনারা আন্দোলন করছেন কিন্তু সাধারণ রোগীরা কী অপরাধ করেছে? আমাদের গণতান্ত্রিক দেশ। প্রত্যেকেরই নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। অনেকেই শুনছি, দুর্গাপুজোর অনুদান নেবেন না। ভালো কথা। যাঁরা কর্মবিরতি করছেন বা শাসকদলের বিরুদ্ধে বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো? নাকি নিচ্ছেন না। পুজোর বোনাসটা নেবেন তো?’

‘কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি…’, কাঞ্চনের মন্তব্যে ক্ষুব্ধ টলিপাড়া, কী বলছেন অভিনেতা?
কাঞ্চনের এই মন্তব্যকে দুঃখজনক ব্যাখ্যা করে দেব বলেন, ‘লোকসভা নির্বাচনের সময়ে কল্যাণদা (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) যখন কাঞ্চনদাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, সেটাকে সমর্থন করিনি। কাঞ্চনদাকে আমি কেশপুরে আমার ভোট প্রচারে নিয়ে এসেছিলাম। সেই কাঞ্চন মল্লিক এবং ক’দিন আগে মন্তব্য করা কাঞ্চন মল্লিকের সঙ্গে আকাশ-পাতাল তফাৎ আছে। যে বিবৃতি দিয়েছেন বা মন্তব্য করেছেন সেই কাঞ্চন মল্লিককে আমি চিনি না।’

Kanchan Mallick: ‘সরকারের বেতন, পুরস্কার ফেরত দেবেন না?’ আন্দোলনকারীদের কটাক্ষ কাঞ্চনের

ঘাটালে দেব ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার মন্তব্য, ‘দাদা দাদাই। সাংসদ দীপক অধিকারী কোনও অন্যায়কে সমর্থন করেন না। এ জন্য সাংসদ, অভিনেতা দেবকে এত মানুষ ভালোবাসেন।’ দেব বলেন, ‘আমি ওঁর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এ রাজ্যে সরকারে আছি। আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত।’ কাঞ্চন বলেন, ‘দেব যেটা লিখেছে সেটা আমিও দেখেছি। ও (দেব) আমার হয়ে ক্ষমাও চেয়েছে। আমি দুঃখিত৷’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *