Skip to content
আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে রাত জাগছে তিলোত্তমা। একাধিক প্রতিবাদ কর্মসূচী নেওয়া হচ্ছে সমাজর সকল স্তরের মানুষরা। এবারে এই ঘটনার প্রতিবাদে অনেকেই ফিয়েছেন সরকারি পদ থেকে পুরস্কার। এবার আরজি কর কাণ্ডের আঁচে রূপবদল স্বয়ং সিদ্ধিদাতার। গণেশ চতুর্থীতেও মিশে গেল এর প্রতিবাদ। শিলিগুড়ির সুভাষপল্লীর হাতিমোড়ের নাইট আউল অ্যাসোসিয়েশনের গণেশ পুজোয় একদিকে আরজি করের ঘটনার প্রতিবাদ ও অন্যদিকে নারী সুরক্ষার দাবিতে প্যান্ডেল করা হল। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।
Source link