শ্যামবাজারে রাত জাগা কর্মসূচিতে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের প্রথম সারির অভিনেত্রীকে দেখেই ওঠে ‘গ্লো ব্যাক’ স্লোগান। রীতিমতো গাড়িতে হামলা করা হয় অভিনেত্রীর বলে খবর। এই আচরণের চরম নিন্দা করেছেন বহু তারকারা। এইবারে এই বিষয়ে আন্দোলনকারীদের তুলোধনা করেছেন শতাব্দী রায়। সহঅভিনেত্রীর সঙ্গে এমন আচরণের তীব্র প্রতিবাদ করেন সাংসদ। শুধু ঋতুপর্ণার হেনস্তা প্রসঙ্গেই নয়, শতাব্দী সরব হয়েছেন শিল্পীদের করা ট্রোলিং নিয়েও। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।