সরকারি কর্মীদের জন্য সুখবর! স্বাস্থ্য প্রকল্পে বহির্বিভাগে আরও ৬টি রোগের চিকিৎসার সুবিধা – west bengal health scheme included six new diseases for treatment


সরকারি কর্মচারীদের জন্য সুখবর! স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত হাসপাতালের বহির্বিভাগে আরও ছয়টি রোগের চিকিৎসা করানোর অনুমোদন দেওয়া হল। সরকারি কর্মী ছাড়াও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা সপরিবারে স্বাস্থ্য প্রকল্পের এই সুবিধা পাবেন।স্কিৎজোফ্রেনিয়া, বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার-সহ ছয়টি রোগের চিকিৎসা করানো যাবে। এগুলি সবই স্নায়ু সংক্রান্ত মাসনিক অসুখ। রাজ্যের অর্থ দপ্তরের মেডিক্যাল সেলের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত হাসপাতাল ও ক্লিনিকের বহির্বিভাগে এই ধরনের রোগের চিকিৎসা করানো যাবে।

ওই বিজ্ঞপিতে আরও জানানো হয়েছে, সাইকিয়াট্রিকসে এমডি বা ডিপ্লোমাধারী চিকিৎসকের প্রেসক্রিপশনে এইসব রোগের ওষুধের দাম উল্লেখ করা থাকবে। স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত হলে চিকিৎসা প্রক্রিয়ার খরচও মিলবে। সরকারি স্বাস্থ্য প্রকল্পে আউটডোরে চিকিৎসা করানোর পর চিকিৎসা খরচের বিল জমা দেওয়ার পর টাকা পাওয়া যাবে।

এ বার মেডিক্যাল কলেজগুলোয় মৌরসিপাট্টায় ঘা
উল্লেখ্য, স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা খরচের পুরোটাই পাওয়া যায়। এছাড়াও, একটি নির্দিষ্ট সীমার পর ক্যাশলেস চিকিৎসারও সুবিধা রয়েছে। এতদিন যাবৎ হাসপতালের বহির্বিভাগে নির্দিষ্ট ১৭টি রোগের চিকিৎসা করানো যেত। গত ২০২২ সালে আউটডোর চিকিৎসার আওতায় নিয়ে আসা হয় কোভিড-১৯। সম্প্রতি কিডনি রোগের দ্বিতীয় পর্যায় থেকে আউটডোর চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। এবার আরও ৬টি নতুন রোগকে এর তালিকাভুক্ত করা হল। সরকারের নয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মী, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক, সর্বোপরি পঞ্চায়েত কর্মীদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *