Bardhaman Police: বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, বর্ধমানে গ্রেপ্তার অভিযুক্ত – bardhaman police arrested a person for allegedly torture a specially abled girl


আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে গোটা রাজ্য জুড়ে। মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে নাগরিক সমাজ। এর মাঝেই ফের রাজ্যে ধর্ষণের অভিযোগ। এক বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল বর্ধমান জেলায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিশেষভাবে সক্ষম যুবতীকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম বাদশা সেখ। ধৃতের বাড়ি ভাতারের বাণেশ্বরপুর গ্রামে। ঘটনায় দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন যুবতীর পরিবারের সদস্যরা।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল সাতটার সময়ে দোকানে চাল বিক্রি করে ওই যুবতী বাড়ি ফিরছিলেন। ওই সময়ে পেশায় ভ্যানচালক বাদশা সেখ ভাতারের কুলনগরের হাজরা মোড়ে যুবতীকে ভুল বুঝিয়ে রাস্তার ধারের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে ওই যুবতীকে ধর্ষণ করা হয়। যুবতীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গেলে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। স্থানীয়রা নির্যাতিতা যুবতীকে উদ্ধার করে।

BJP In West Bengal: ‘প্রেগনেন্ট তো কী হয়েছে, এই গাড়ি যেতে দেবো না’
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। ৩০ মিনিটের মধ্যেই কুলনগরের ধান জমি থেকে অভিযুক্ত বাদশা সেখকে ভাতার থানার পুলিশ গ্রেপ্তার করে।’ সোমবার অভিযুক্ত যুবককে বর্ধমান আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। আরজি কর কাণ্ডের মাঝেই এই ধরনের নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *