Deepika Ranveer Baby Girl: দীপিকা ও রণবীরের ঘরে এল নতুন সদস্য – deepika padukone and ranveer singh become parents blessed with baby girl watch entertainment video


শনিবারই স্বামী রণবীর সিংয়ের হাত ধরে সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গিয়েছিল দীপিকাকে। পরিবারকে সঙ্গে নিয়েই সিদ্ধিদাতার দর্শনে গিয়েছিলেন তারকা দম্পতি। এরপরেই নাকি হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার সকালের দিকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের সন্তান আগমনের খবর। তখনও অবশ্য রণবীর সোশ্যাল মিডিয়ায় কিছুই জানাননি। পরে সোশ্যাল মিডিয়া পোস্ট করে সুখবর নিজেই জানান রণবীর। প্রসঙ্গত, মা হতে চলেছেন দীপিকা এই খবর সামনে আসার পর থেকেই, কবে রণবীর-দীপিকার বাড়িতে নতুন অতিথি আসছে তারই প্রতীক্ষায় ছিলেন ভক্তেরা। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মা-বাবা হলেন বলিউডের পাওয়ার কাপল। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানাতেই কমেন্টের বন্যা। অর্জুন কাপুর কমেন্টে লিখেছেন ঘরে লক্ষ্মী এসেছে। শুভেচ্ছা জানিয়েছেন শ্রদ্ধা কাপুর, ভূমি পেডনেকার, পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা, পরিণীতি চোপড়া, এছাড়া বহু টলি তারকাও শুভেচ্ছা জানিয়েছেন তারকা দম্পতিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *