Durga Puja 2024: সম্প্রীতির দুর্গাপুজো, ঠাকুর গড়ছেন নূর – durga puja 2024 updates haldia resident noor mohammed chowdhury makes durga idol watch video


দুর্গাপুজো আসতে আর মাত্র এক মাস বাকি রয়েছে। আপামোর বাঙালি এখন দিন গুনছে পুজোর অপেক্ষায়। পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমার আন্দুলিয়ার বাসিন্দা নূর মোহাম্মদ চৌধুরী দীর্ঘ বেশ কয়েক বিচর ধরে প্রতিমা তৈরির কাজ করে আসছেন। সামনেই পুজো তাই তাঁর ব্য়স্ততা এখন তুঙ্গে। ছেলেবেলায় মাটি নিয়ে খেলতে খেলতেই একদিন বন্ধুত্ব হয়ে গিয়েছিল তার সঙ্গে। তার পর থেকেই মাটির প্রতি ভালোবাসা আর দু’চোখে একরাশ স্বপ্ন নিয়ে শুরু হয় তাঁর ঠাকুর গড়ার কাজ শেখা। এরপরেই একে একে প্রতিমা তৈরির বরাত পেতে শুরু করেন তিনি। ধর্মীয় ভেদাভেদ ভুলে দীর্ঘদিন ধরেই এই প্রতিমা গড়ার কাজ করে আসছেন নূর। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *