Kolkata Municipal Corporation: পুরসভাকে ই-বর্জ্য দিলে মিলবে টাকা – kolkata municipal corporation takes initiative to give money with exchange of e waste


এই সময়: কলকাতা পুরসভার কাছে কম্পিউটার, মোবাইলের ভাঙা অংশের মতো ই-বর্জ্য জমা দিলে বিনিময়ে টাকা পাবেন শহরের বাসিন্দারা। শনিবার কলকাতা পুরসভার সদর কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে পুরসভার ই-বর্জ্য পরিষেবার উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার।এই পরিষেবা দেওয়ার জন্য ই-বর্জ্য সরবরাহকারী একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে কলকাতা পুরসভা। একটি অ্যাপের মাধ্যমে এই পরিষেবার সূচনা হয়। এ দিন পুরসভার তরফে কিছু ই-বর্জ্য সংশ্লিষ্ট সংস্থার হাতে তুলে দেন মেয়র। এর বিনিময়ে ইউপিআই পরিষেবার মাধ্যমে কলকাতা পুরসভার অ্যাকাউন্টে জমা পড়ে ৪৯৫ টাকা।

দুই তৃতীয়াংশ চিকিৎসা-বর্জ্য ভ্যানিশ! অবাক তদন্তকারীরাও
মেয়র বলেন, ‘প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের সময়ে এক বার ই-বর্জ্য পরিষেবা চালু করা হয়েছিল। তবে সে ভাবে সাড়া পাওয়া যায়নি। এখন ই-বর্জ্য পরিষেবার মাধ্যমে অর্থ উপার্জনও হবে। ফলে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়বে।’

ই-বর্জ্য নিয়ে শহরে প্রচারে নামার পরিকল্পনাও করছে কলকাতা পুরসভা। বাবুল সুপ্রিয় বলেন, ‘এই সময়ে আমাদের জীবনে ই-বর্জ্যের গুরুত্ব অপরিসীম। কলকাতা পুরসভা এই পরিষেবা সাফল্যের সঙ্গে পরিচালনা করতে পারবে।’ পুরসভা সূত্রে জানা গিয়েছে আগামী দু’সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার ১৬টি বোরো অফিসেই ই-বর্জ্য পরিষেবা চালু করা হবে।

তারপরে শহরের প্রতিটি বাড়ি থেকে ই-বর্জ্য সংগ্রহের ব্যবস্থা করবে পুরসভা। এই বিষয়ে কাউন্সিলারদেরও প্রশিক্ষণও দেবে পুরসভা। জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার বলেন, ‘শহরের নাগরিকদের মধ্যে সচেতনতা গড়ে তুলেই পুরসভা এই পরিষেবায় গুরুত্ব দেবে। বর্তমানে নাগরিকদের জীবনে ই-বর্জ্য সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *