RG Kar Protest,RG Kar Protest: ‘উই ডিমান্ড জাস্টিস’, বিচারের দাবিতে নয়া স্লোগান নির্যাতিতার পরিবারের – rg kar doctor victim parents said we demand justice at a rally on sunday


আরজি কর হাসপাতাল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনার ৩০ দিন অতিবাহিত। বিচারের দাবিতে প্রতিবাদের সুর আরও চড়া করছে নাগরিক সমাজ। রবিবার নির্যাতিতার মা-বাবা এবং পরিবারের সদস্যরা চিকিৎসকদের মিছিলে যোগদান করেন। সেখান থেকেই এবার আন্দোলনের স্লোগান তোলা হয়, ‘উই ডিমান্ড জাস্টিস।’‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে আরজি কর নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। তবে, ঘটনার প্রায় এক মাস হয়ে গিয়েছে। চিকিৎসকদের দাবি, এখনও মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার মেলেনি। এদিন চিকিৎসকদের মিছিল থেকেই বক্তৃতা দিতে গিয়ে নির্যাতিতার কাকিমা বলেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’ না। ‘উই ডিমান্ড জাস্টিস’। আপনারাও সবাই বলুন, আমদের দাবি জাস্টিস।’

যতদিন না বিচার পাওয়া যাচ্ছে, চিকিৎসকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান নির্যাতিতার পরিবারের সদস্যরা। এদিন নির্যাতিতার বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যে জঘন্য অপরাধ হয়েছে, তার জন্য যে প্রতিবাদ হচ্ছে, তাতে আমি অনেকটা সাহস পেয়েছি। আপনাদের সবাইকে বলতে চাই, আমার সঙ্গে থাকুন। যা পরিস্থিতি দেখছি, তাতে মনে হচ্ছে সহজে বিচার পাব না। বিচার আমাদের ছিনিয়ে আনতে হবে। আশা করি, সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনারাই আমার সাহস।’

Sanatan Dinda: ‘মুক্ত হলে আরও উচ্চকণ্ঠে গলা তুলতে পারব’, দায়ভার মুক্ত হয়ে ঘোষণা সনাতনের

এদিন ফের পুলিশ-প্রশাসনের অসহযোগিতার বিষয়টি তুলে ধরেন নির্যাতিতার মা। তিনি বলেন, ‘সরকার, পুলিশ-প্রশাসন প্রথম থেকেই আমাদের অসহযোগিতা করেছে। তারা সহযোগিতা করলে আমরা অন্তত আশার আলো দেখতাম। কিন্তু প্রথম থেকেই প্রমাণ লোপাট করেছে পুলিশ। আপনাদের কাছে আমার শুধু একটাই আবেদন, যত দিন আমার মেয়ে বিচার না পায়, আপনারা আন্দোলন জারি রাখুন।’

জাস্টিস! লড়াইয়ে ছাপ শিশুমনে?
রবিবার এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলার উদ্দেশে মিছিল করেন চিকিৎসকেরা। ধর্মতলায় মিছিলে এসে যোগদান করেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। দেশের শীর্ষ আদালতের কাছে ন্যায় বিচারের দাবি জানানো হয় এদিনের মিছিল থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *