Cm Mamata Banerjee,মাঙ্কি পক্স, ডেঙ্গি: বঙ্গে সিএম-এর নির্দেশে আলাদা নোডাল অফিসার – cm mamata banerjee orders separate nodal officer for prevent dengue bird flu malaria and monkeypox


এই সময়: ডেঙ্গি, বার্ড ফ্লু, ম্যালেরিয়া এবং মাঙ্কি পক্সের জন্য পৃথক নোডাল অফিসার দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা এই নির্দেশ দেন। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে দ্রুত এই নোডাল অফিস নিয়োগে উদ্যোগ নিতে বলা হয়েছে। ওডিশায় বার্ড ফ্লু-র দিকেও সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন।এ দিন বৈঠকে মমতা বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে, ওডিশায় বার্ড ফ্লু হচ্ছে। আমরা অলরেডি সীমানা সিল করতে বলেছি। বিশেষত মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া— এই সীমানাগুলো দিয়ে অনেকে মুরগি বা ডিম আনতে পারেন। আমাদের বাংলায় সমস্যাটা নেই, কিন্তু যদি অন্য রাজ্যে হয়, তা হলে আমাদের দেখতে হবে সেই সমস্যাটা যাতে আমাদের রাজ্যে না আসে। ট্রেনেও যাতে ওডিশা থেকে এ সব না আসে, তা দেখতে হবে। রেলটা আমাদের হাতে নেই। আমি মুখ্যসচিবকে বলব, রেলকে নিয়ে একটা মিটিং করতে।’

উৎসবে ফেরার অনুরোধ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, ‘যখন এই রোগটা চলে যাবে, তখন আবার আমরা ওদের জিনিস নেব। আমাদের কোনও আপত্তি নেই। সাধারণ মানুষ তো ডিম খায়, চিকেন খায়।’ এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ইদানীং আবার মাঙ্কি পক্স আফ্রিকা থেকে এসেছে। স্বাস্থ্যসচিবকে বলব, আপনি ম্যালেরিয়া, ডেঙ্গি, বার্ড ফ্লু, মাঙ্কি পক্সের জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করুন। চিকিৎসক যোগীরাজ রায়কে এ কাজে যুক্ত করুন। যিনি যে ব্যাপারে যোগ্য, তাঁকে সেই ব্যাপারে কাজে লাগানো উচিত।’

তিনি আরও বলেন, ‘মিনিস্টারদের বলছি, এমএলএ বা বিডিও-রা লক্ষ্য রাখবেন, যতক্ষণ বার্ড ফ্লু ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দয়া করে সরকারের এই ইনস্ট্রাকশন মানবেন।’ কিছুটা হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘যদি না মানার প্রবণতা থাকে, তা হলে কিন্তু সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অন্যায় করলে পানিশমেন্ট হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *