Dona Ganguly RG Kar Protest: আরজি কর কাণ্ডে কলকাতার প্রতিবাদ নিয়ে গর্বিত সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় – sourav ganguly wife dona ganguly says she is proud to see protests all over the west bengal for justice of rg kar victim watch video


বর্ধমানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেও আরজি কর কাণ্ড নিয়ে প্রশ্নের মুখে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। আরজি কর কাণ্ড নিয়ে প্রশ্ন উঠতেই তিনি কলকাতার প্রতিবাদী রূপের ভূয়সী প্রশংসা করলেন (Dona Ganguly News)। একইসঙ্গে জানালেন শীঘ্রই ন্যায়বিচার মিলবে বলে তাঁর আশা। অপরদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় আবার আরজি কর-কাণ্ডে মুখ খুলেছেন (Sourav Ganguly Wife)। সোমবার শহরের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *