Fire In Digha: কালো ধোঁয়ায় ভরে গেল ক্ষণিকা মার্কেট, হুড়োহুড়ি দিঘার বাজারে – fire broke out at a shop in digha khanika market on tuesday afternoon


রাজ্যের সৈকত শহর দিঘায় সারা বছরই কমবেশি থাকে পর্যটকদের ভিড়। ঘুরতে গিয়ে পর্যটকরা দিঘার ক্ষণিকা মার্কেট থেকে বিভিন্ন জিনিসপত্রও কেনেন। দিঘার এই বাজারেই মঙ্গলবার দুপুরে আগুন লাগে। মার্কেটের ভিতরে থাকা বেশ কয়েকটি দোকানে সেই আগুন ছড়িয়ে পড়ে।আগুনের ফুলকির পাশাপাশি কালো ধোঁয়ায় ভরে যায় দিঘার ওই বাজার এলাকা। খবর যায় দমকলে। দমকলকর্মীদের চেষ্টায় অবশ্য আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিঘার বাজার সংলগ্ন এলাকায়। ভিড় নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে হাজির ছিল পুলিশও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে দিঘার ক্ষণিকা মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া বেরতে থাকে। পরে সেখান থেকে আগুনের ফুলকিও বের হয়। তা দেখে চাঞ্চল্য ছড়ায় বাজারের মধ্যে। বাজার থেকে বেরিয়ে যাওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে। আগুন দেখে স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। খবর পেয়ে দমকম এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসেছিল। তার পর আরও একটি ইঞ্জিন আনা হয়। দু’টি ইঞ্জিনের সাহায্যে দমকলকর্মীরা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকলকর্মীরা জানান, বাজারের মধ্যে একটি ব্যাগের দোকানে ইলেক্ট্রিকের কাজ চলছিল। সেখান থেকেই কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে তাঁদের অনুমান। আগুনে ছ’টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

দিঘায় এখন পর্যটকদের ভিড় রয়েছে ভালই। বাজারে যখন আগুন লাগে, তখন সেখানে অনেকেই হাজির ছিলেন বলে জানা গিয়েছে। আগুন লেগেছে দেখে বাজার থেকে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আবার কিছু পর্যটক পরিস্থিতির সাক্ষী থাকতে বাজারের সামনে ভিড় জমান। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে পথে নামতে হয় দিঘা থানার পুলিশকেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *