Kolkata Police,কলকাতায় চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার যুবক – kolkata police arrested a young boy for allegedly misbehave with a lady


আরজি কর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহলে। এর মাঝেই সাতসকালে চলন্ত বাসে এক মহিলার শ্লীলতাহানির ঘটনা খাস কলকাতায়। অভিযুক্ত যুবককে ধরে ফেলে বাস যাত্রীরা। যুবককে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ।জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই মহিলা রুবি মোড় থেকে বাসে উঠেছিলেন। তাঁর গন্তব্য ছিল ফুলবাগান। যাত্রাপথের মাঝেই বাসে তিনি লক্ষ্য করেন, এক যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করছে। বাসের মধ্যেই তিনি চিৎকার করেন। মহিলার চিৎকারে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যুবক। অভিযুক্তকে ধরে ফেলে বাসের যাত্রীরা।

এরপর রুবি মোড়ের কাছে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়। ট্রাফিক পুলিশ ওই মহিলা এবং অভিযুক্ত যুবককে নিয়ে কসবা থানায় যান। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে থানায় পৌঁছন ওই তরুণীর ভাই। ওই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। আরজি কর নিয়ে আন্দোলনের মাঝেই চলন্ত বাসে হেনস্থার ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।

আরজি করে কোভিড ফান্ডের টাকায় জিম, চলত র‍্যাগিং-ও!
উল্লেখ্য, রাস্তাঘাট, গণ পরিবহণ থেকে শুরু করে কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি তুলে পথে নামছেন মহিলারা। চলছে রাত দখল কর্মসূচি। আরজি করের ঘটনা নারী সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এর মাঝেই একের পর এক শ্লীলতাহানি, নারী নিগ্রহের ঘটনা ঘটছে কলকাতা-সহ একাধিক জেলায়। এক সপ্তাহ আগেই কলকাতার এক নামী পাঁচতারা হোটেলে পার্টি চলাকালীন এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *