RG Kar Doctor Death: ‘এক মাসে অনেক রোগী মারা যায়, তাতে আন্দোলনের কী সম্পর্ক?’ প্রশ্ন তুললেন নির্যাতিতার মা – rg kar hospital deceased doctor mother reaction on patient death controversy and mamata banerjee comment watch video


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ডে প্রতিবাদ নিয়ে একাধিক বার্তা দিয়েছেন নবান্ন থেকে। তিনি পশ্চিমবঙ্গবাসীকে উৎসবে ফিরতে বলেন। সামনেই দুর্গাপুজো আর তাই সকলকে উৎসবে ফিরে আসার অনুরোধ করেন তিনি। তারপর থেকেই এই মন্তব্যের সমালোচনা করা হয় বিভিন্ন মহল থেকে। এই বারে এই নিয়ে মুখ খুললেন আরজি কর হাসপাতালের নির্যাতিতা ডাক্তাররের মা। এই এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, আন্দোলন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে উৎসবে ফেরার নাম করে। আরজি করে সম্প্রতি এক যুবকে মৃত্যু ঘিরে চিকিৎসা গাফিলতির অভিযোগ ওঠে। সেই নিয়েও তিনি জানান, ‘এক মাসে অনেক রোগী মারা যায়, তাতে আন্দোলনের কোনও সম্পর্ক নেই’। পাশাপাশি সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবীর বয়ানে অসন্তুষ্ট হয়েছেন নির্যাতিতার পরিবার। কী জানালেন এই নিয়ে? বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *