RG Kar Latest News: কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা, বৈঠকে বসতে চেয়ে ইমেল নবান্নের – nabanna sent mail to junior doctors to meet on rg kar case


বিকেল ৫টা বাজলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কর্মবিরতি প্রত্যাহার করলেন না জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন ডাক্তাররা। তাঁদের দাবি না মানা হলে অবস্থান বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, বিক্ষোভ চলার মাঝেই নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের একটি ইমেল করা হয়েছে বলে জানা গিয়েছে।জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেই বৈঠকের নবান্ন থেকে মেল্ পাঠানো হয়। সেখানে জানানো হয়, আগামী ১২ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বৈঠক করবেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। সেখানে জুনিয়র ডাক্তারদের ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। নবান্নের এই মেল আসার পর জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠক করছেন।

এদিন করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন যান জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের থেকে কিছুটা দূরে তাঁদেরকে আটকে দেওয়া হয়। সেখানেই বিকেল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। তাঁদের বিক্ষোভের মাঝে স্বাস্থ্য ভবন থেকে জানায় হয়, চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ভিতরে এসে কথা বলতে চাইলে তাঁদের স্বাগত জানানো হবে। পাল্টা চিকিৎসকদের তরফে জানানো হয়, তাঁরা এদিন ডেপুটেশন জমা দিতে আসেনি। তাঁরা যে দাবিগুলি রাখছেন, সেগুলি না মানা পর্যন্ত তাঁরা উঠবেন না। অনির্দিষ্টকালের জন্য তাঁরা এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *