RG Kar News: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ-সহ ৪ জনের জেল হেফাজত – rg kar medical college ex principal sandip ghosh and three others got jail custody


আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগের মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ। এ দিন চারজনকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি সিবিআই।মঙ্গলবার সন্দীপদের ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানোর আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদন আদালত খারিজ করে দেয়। এরপর সশরীরে আদালতে হাজির করাতে হয় সন্দীপ-সহ চার জনকে।

আদালতে সিবিআই জানায়, নিয়ম বহির্ভূত ভাবে আরজি কর হাসপাতালে বিভিন্ন কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে। সিবিআইয়ের দাবি, সেই নিয়ে অভিযুক্তেরা মুখ খুলতে চাইছেন না। তবে, চারজনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিন তাঁদের হেফাজতে নেওয়া হতে পারে। তবে তার আগে আপাতত সন্দীপদের জেল হেফাজত চায় সিবিআই।

Sandip Ghosh : উচ্চমাধ্যমিকে কেমন ফল করেছিলেন? স্কুলে কেমন ছিলেন সন্দীপ ঘোষ?

সিবিআইয়ের তরফে জানানো হয়, পরে নতুন কোনও তথ্য প্রকাশ্যে এলে তদন্তকারী অফিসাররা যদি মনে করেন তাঁদের জেরা করা প্রয়োজন, তখন সন্দীপকে আবার হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে।

আরজি করের ৫১ জন ডাক্তারের বিরুদ্ধে তদন্তের নোটিস জারি
অন্যদিকে, এ দিন আদালতে সন্দীপ-সহ বাকিদের আদালত থেকে নিয়ে বের হওয়ার সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ‘চোর চোর’, ‘ফাঁসি চাই’ স্লোগান দিতে থাকেন অনেকেই। সন্দীপকে ‘ধর্ষক’ সম্বোধন করেও চিৎকার করেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে আদালত চত্বরের বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। শেষে কড়া প্রহরায় আদালত থেকে বার করিয়ে গাড়িতে তোলা হয় সন্দীপদের। সন্দীপদের গাড়ি লক্ষ্য করে এ দিন জুতো ছোড়া হয় বলেও অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *