আরজি কর কাণ্ড নিয়ে অতীতে একাধিক বার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেই মন্তব্য নিয়ে বিতর্কও হয়েছে সমাজ মাধ্যম জুড়ে। তখন তিনি জানিয়েছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে (RG Kar Protest)। আরও একবার সৌরভ গঙ্গোপাধ্যায় আরজি কর-কাণ্ডে মুখ খুললেন। সোমবার শহরের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় (Sourav Ganguly News)। তিনি বলেন, ‘এমন শাস্তি হোক, যা সারা বিশ্ব মনে রাখবে’। আর কী কী বললেন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।