Supreme Court: ফের পিছিয়ে গেল এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, নতুন তারিখ কবে? – ssc job cancellation case hearing date extended in supreme court


সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি। বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ, মঙ্গলবার। পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর।কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয় ২৫ হাজার ৭৫৩ জনের। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অসুস্থতার কারণে এজলাসে উপস্থিত হতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন। ফলে শীর্ষ আদালতের এক নম্বর কোর্টে কোনও মামলার শুনানি হয়নি। ঘটনাচক্রে, ওদিনই আরজি কর মামলারও শুনানি হওয়ার কথা ছিল। এরপর, এসএসসি মামলার শুনানির দিন নির্ধারিত হয়েছিল আজ, মঙ্গলবার।

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগের পুরো প্রক্রিয়া বাতিল করে দেয়। যে কারণে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। যে সব প্রার্থীরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি, চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয়।

শীর্ষ কোর্টে ভুয়ো মামলাকারী? তৎপর SSC
হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের যুক্তি, যেখানে পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধ ভাবে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে, তার জন্য ২৬ হাজার জনের চাকরি কেন বাতিল হবে? বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয় চাকরিহারাদের মধ্যেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *