‘দিদিমনির কোলে বিনীত গোয়েল দোলে’! West Bengal BJP President Sukanta Majumder attacks CM mamata Banerjee in RG Kar Incident


মৌমিতা চক্রবর্তী: আরজি কাণ্ডে নিশানায় মুখ্যমন্ত্রী।  ‘দিদিমনির কোলে বিনীত গোয়েল দোলে’! শালীনতার মাত্রা ছাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে হুঁশিয়ারি, ”তৃণমূলকে সাবধান করব, মানুষ ন্যায় না পেলে আইন হাতে তুলে নেবে। লাঠির জবাব প্রয়োজনে বিজেপি লাঠির মাধ্যমেই দেবে’।

আরও পড়ুন:  Junior Doctor Strike: থাকতে হবে মুখ্যমন্ত্রীকে, নবান্নে বৈঠকের আগে পাল্টা মেইল জুনিয়র ডাক্তারদের, দিলেন ৪ শর্ত

আরজি কর কাণ্ডে বিপাকে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশেও থামছে মা আন্দোলন! কাজে যোগ দেওয়া তো দূর, স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। ৫ দফায় দাবিতে অনড় আন্দোলনকারীরা। আজ, বুধবার আলোচনার বসার জন্য জুনিয়র ডাক্তারদের ফের চিঠি দেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে বসার জন্য পাল্টা শর্ত দিয়েছেন আন্দোলনকারীরা।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ ও তারকারাও। রাজ্য়ের বিভিন্ন জায়গায় চলছে ‘রাত দখল’ কর্মসূচি। সুকান্তের দাবি, ‘আজাদি স্লোগান দেবার পর রাত জাগা কর্মসূচিতে কম লোক এসেছে। এই সব আজাদি স্লোগান চলেনা আমাদের দেশে’। সঙ্গে বার্তা, বারে একটু অন্যভাবে  পুজো করুন। এই অষ্টমীকে অভয়া অষ্টমী হিসাবে আমরা পালন করব’। 

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে,  ‘এই নিরামিষ আন্দোলনে সরকার চাপে পড়ে না। এই মমতাকে আমি ভালো চিনি। চাপে পড়েছিলেন একদিন। ওইদিন সকাল ১০টায় নবান্নয় ঢুকে গিয়েছিলেন। কোনওদিন সাধারণত ঢোকেন না’। তিনি বলেছেন, ‘মমতাকে নাড়াতে গেলে ২৭ তারিখ নবান্ন অভিযানের মতো করতে হবে। বসে থাকুন না সাতদিন স্বাস্থ্যভবনের ভেতরে। বয়েই গেল। মানুষকে বলব, অপেক্ষা করুন। আমরাও দেখছি। আমরা জানি কী করতে হয়। সমস্ত চাকরিপ্রার্থী সংগঠনগুলোর সঙ্গে কথা হচ্ছে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লোহার ব্যারিকেড ভাঙতে হবে। চাকরি দাও নইলে বাড়ি যাও’।

আরও পড়ুন:  Necrophilia | R G Kar Case: মৃতদেহকেই ধর্ষণ, শবের সঙ্গে সহবাস! আরজি কর বিতর্কে আসছে নেক্রোফিলিয়ার প্রসঙ্গও…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *