Dear Lottery,রাতারাতি কোটিপতি, লটারি জিতে ভাগ্যবদল একই গ্রামের দুই বন্ধুর – dear lottery crore rupees won by two friend in purba medinipur


লটারি কাটতেন শখে। সেই লটারিই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল নন্দীগ্রামের দুই বাসিন্দার। রাতারাতি কোটিপতি নন্দীগ্রামের দুই বাসিন্দা সুধাংশু জানা ও ভীমচরণ কান্ডার। নিরাপত্তার অভাববোধ করায় পুলিশের দ্বারস্থ দু’জনেই।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমড়াতলার বাসিন্দা সুধাংশু জানা ও ভীমচরণ কান্ডার। গতকাল রাতে বাজার সংলগ্ন একটি লটারি কাউন্টার থেকে টিকিট ক্রয় করেন দু’জনেই। রাত ৮টাতে সেই লটারির ফলাফল প্রকাশ হয়। ফল বেরোনোর পর দেখা যায়, আমড়াতলার বাসিন্দা সুধাংশু জানা এবং ভীমচরণ কান্ডার তাঁদের কেনা লটারির টিকিটে সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। দু’জনেই ১ কোটি টাকা লটারিতে জিতেছেন।

লটারি জিতে নিরাপত্তার অভাববোধ করায় সুধাংশু ও ভীমচরণ রাতেই রেয়াপাড়া পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। তবে, একই গ্রামে দু’জনের লটারি জেতার খবরে আমড়াতলা গ্রামে উৎসবের মেজাজ দেখা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সুধাংশু ও ভীমচরণ দুই বন্ধু প্রায়শই দু’জনে মিলে টিকিট কাটতো। দীর্ঘদিন পরে দু’জনের সর্বোচ্চ পুরস্কার লাগায় ভীষণ খুশি তাঁরা। আগামী দিনে পরিবারের মঙ্গলের জন্য তাঁরা ওই টাকা খরচ করবেন বলে জানিয়েছেন।

ওটি রুমে উদ্ধার যুবকের দেহ, তমলুকে শোরগোল
উল্লেখ্য, কিছুদিন আগেই বীরভূম জেলার দুবরাজপুর এলাকার এক বাসিন্দা লটারি কেটে কোটি টাকা পুরস্কার পান। দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুলুপাড়ার বাসিন্দা অরুণ গড়াইয়ের লটারি জিতে ভাগ্য ফিরে যায়। পেশায় তিনি চা বিক্রেতা। দুবরাজপুর আদালতের সামনে একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে তাঁর। প্রতিদিন রোজগার করতেন ৩০০-৪০০ টাকা। তবে, প্রতিদিনই ১২০-১৫০ টাকার টিকিট কাটতেন অরুণ। সেই লটারি তাঁর ভাগ্য ফিরিয়ে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *