Jadavpur Police: হোয়াটসঅ্যাপ গ্ৰুপে হিংসাত্মক কথা ছড়ানোর অভিযোগ, যাদবপুরে গ্রেপ্তার ছাত্রী – jadavpur police arrested a college girl allegedly for threatening in whatsapp group


সোশ্যাল মিডিয়ায় পুলিশকে আক্রমণ–‌সহ নানারকম হিংসাত্মক কথা ছড়ানোর অভিযোগ। এক ছাত্রীকে গ্রেপ্তার করল যাদবপুর থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।লালবাজার সূত্রের খবর, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ওই ছাত্রী। আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রুপের এক সদস্য লেখেন, ‘‌তাহলে এখন কী করা উচিৎ?‌ কোন পথে এগোলে বিচার পাওয়া সম্ভব?‌’‌ সেই প্রসঙ্গে ধৃত ছাত্রী লেখে, ‘‌সব থানা ভেঙে গুঁড়িয়ে দিন। পুলিশদের মেরে ভাগিয়ে দিন, যাতে ওরা কারও পক্ষে না থাকতে পারে। তারপর কালীঘাট, নবান্ন— সব দখল করে নিন। আমরা বিচার চাই। আর না দিলে ছিনিয়ে নেব।’‌ এ ধরনের হিংসাত্মক কথা ছড়ানোর অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের দু’জন অ্যাডমিনকে থানায় ডেকে পাঠানো হয়েছে। তাঁদেরকেও বিষয়টি নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায়। বৃহস্পতিবার তাঁদের যাদবপুর থানায় দেখা করতে বলা হয়েছে।

Sandip Ghosh RG Kar Scam: সন্দীপ আদালতে পৌঁছতেই চোর স্লোগান, উড়ে এল চটি

উল্লেখ্য, আরজি করের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নানা গুজব, মিথ্যা অভিযোগ না দেওয়ার ব্যাপারে আগেই সতর্ক করেছিল কলকাতা পুলিশ। এর আগেও একাধিকজনকে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগে নোটিশ পাঠানো হয়। লালবাজারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আরজি কর ঘটনা নিয়ে ফেসবুকে নানা ধরনের ভুল তথ্য ও জল্পনা ছড়ানো হচ্ছে। সেগুলি নজরে এসেছে পুলিশের।

RG Kar Protest: পুলিশের অনুমতি ছাড়া প্রতিবাদ মিছিল হলে আইনি স্টেপ?
কলকাতা পুলিশের তরফে অনুরোধ করা হয়, এই ধরনের ভুয়ো পোস্ট করা থেকে বিরত থাকতে। পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ‘সোশ্যাল মিডিয়ায়, বিশেষত ফেসবুকে ঘটনা নিয়ে বিভিন্ন অসত্য, অনুমাননির্ভর এবং বিভ্রান্তিকর তত্ত্ব ছড়িয়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। আমাদের আন্তরিক অনুরোধ, না-যাচাই-করা এই ধরণের তত্ত্ব, তথ্য বা গুজবে কান দেবেন না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *